বিদ্যুৎ সাশ্রয়ে এসি ২৫ ডিগ্রিতে রাখতে হবে, অমান্য করলে শাস্তি : জ্বালানি উপদেষ্টা

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে এয়ারকন্ডিশনের তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রিতে রাখার নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ নির্দেশনা অমান্য করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ শাস্তির আওতায় আনার কথাও জানান তিনি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে বিদ্যুৎ ব্যবস্থাপনা বিষয়ে এই দিকনির্দেশনা দেন ফাওজুল কবির খান।

ফাওজুল কবির বলেন, ‘আসন্ন রমজানে বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব হবে। শহর ও গ্রামে বৈষম্য থাকবে না। সংকট সমাধানে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের সরবরাহ ১২ এমএমসিএফটি বাড়ানো হবে।’

এসির তাপমাত্রায় নজরদারির কৌশল জানতে চাইলে উপদেষ্টা বলেন, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও আমাদের যেগুলো ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে, প্রত্যেকটার একাধিক মনিটরিং টিম থাকবে; তারা দেখবে। আমরা বুঝতে পারব কে কীভাবে ব্যবহার করছে। যেসব লাইনে আমরা দেখব বিদ্যুতের ব্যবহার অতিরিক্ত বেড়ে গেছে, সেগুলোয় আমরা লোডশেডিং করব।

উপদেষ্টা আরও বলেন, আমরা যদি বাধ্য হই কোনো কারণে লোডশেডিং দিতে, তাহলে আমরা আগেই জানিয়ে দেব। লোডশেডিংয়ের ক্ষেত্রে আমরা শহর এবং গ্রামের মধ্যে পার্থক্য করব না। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান কিংবা হাসপাতালগুলো বাদ দিয়ে অন্য সব জায়গায় আমরা সমানভাবে লোডশেডিং করব।

মুহাম্মদ ফাওজুল কবির বলেন, সবার সহযোগিতা পেলে রমজানে বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব হবে। সচিবালয়, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ে অনুরোধ করা হয়েছে। কেউ সহযোগিতা না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলো সক্ষমতা থাকা সত্ত্বেও গ্যাস সরবরাহ পর্যাপ্ত না থাকায় কাঙ্ক্ষিত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা।

সেই সঙ্গে এই মুহূর্তে ২৬০০ মেগা ওয়ার্ড বিদ্যুৎ আমদানি করা হচ্ছে বলেও তিনি জানান।

মিটারের সিএনজিচালিত অটোরিকশা চলাচলের বিষয়ে বিআরটিএর চিঠি প্রত্যাহারের বিষয়ে্তে উপদেষ্টা বলেন, মালিক ও চালকদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে বিষয়টি সমাধান করা হবে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.