বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে মোজাফ্ফর হোসেন নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার চকচকা গ্রামে একটি বাড়িতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত মোজাফ্ফর হোসেন (৫৫) ফুলবাড়ী পৌর এলাকার চকচকা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন মোজাফ্ফর হোসেন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মুহিব্বুল স্থানীয়দের বরাত দিয়ে জানান, প্রতিবেশীর বাড়িতে কাজ করার সময় বৈদ্যুতিক শক লেগে ওপর থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

-দিনাজপুর প্রতিনিধি

You might also like

Comments are closed.