বিদেশে ভারতের সোনার মজুদ সাম্প্রতিককালে সর্বনিম্ন

বিদেশে রাখা ভারতের সোনার মজুদের পরিমাণ ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ২০২৪ সালের মার্চের শেষ নাগাদ মোট মজুদের ৪৭ শতাংশে এসে দাঁড়িয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) ২০১৭ সালের ডিসেম্বর থেকে সোনা জমা রাখা শুরুর পর থেকে এটি সর্বনিম্ন।

আরবিআই এই বছরের মে মাসে যুক্তরাজ্য থেকে ভারতে সোনা আনা শুরু করে।

প্রায় ১০০ মেট্রিক টন সোনা বিদেশ থেকে ভারতে ভল্টে ফিরিয়ে আনা হয়েছে। ১৯৯১ সালের পর বিদেশ থেকে ভারতে সবচেয়ে বেশি পরিমাণ সোনা স্থানান্তর হয়েছে গত মাসে। ওই সময় সোনার রিজার্ভের একটি অংশ বৈদেশিক মুদ্রার সংকট মোকাবেলার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের মার্চ মাসে নতুন করে ভারতে সোনা ফেরত আনা শুরু করেছিল আরবিআই।

সোনা ফিরিয়ে আনার ঘটনা কাকতালীয়ভাবে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে মিলে যায়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলে রুশ বৈদেশিক সম্পদ জব্দ করে যুক্তরাষ্ট্র। তার পর থেকে আরবিআইসহ অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো সতর্ক হয়।
এদিকে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, ভারতের কেন্দ্রীয় ব্যাংক তার স্বর্ণ ফিরিয়ে আনছে।

কারণ এখন সংরক্ষণের সক্ষমতা বেড়েছে। এর বাইরে আর কোনো কারণ নেই।
২০২৪ সালের মার্চের শেষ নাগাদ আরবিআইয়ে মোট সোনার পরিমাণ ছিল ৮২২.১ টন, যার উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি ভল্টে সংরক্ষিত ছিল।

সূত্র : ফার্স্টপোস্ট

You might also like

Leave A Reply

Your email address will not be published.