বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার

রাউজান থানার উরকিরচর ইউনিয়নের জিয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল-গুলিসহ মো. আল আমিন (২৯) নামে এক যুবকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলার জিয়াবাজার এলাকার একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

গ্রেপ্তার আল আমিন, একই থানার উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মইশকরম এলাকার করিমুল হুদার ছেলে।

চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিয়াবাজার এলাকায় একটি দোকান থেকে সন্ত্রাসী আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের একটি ম্যাগজিন ও ৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা করা হয়।

You might also like

Comments are closed.