‘বিজয় এলেও মুক্তি মেলেনি, সে জন্যই আমাদের সংগ্রাম’

‘গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী খালেদা জিয়া ও এদেশের মানুষকে মুক্ত করার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখব। অবশ্যই আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব।’

বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের বাক স্বাধীনতা নেই। মৌলিক স্বাধীনতা হরণ করা হয়েছে। অধিকার হরণ করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী খালেদা জিয়া ও এদেশের মানুষকে মুক্ত করার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখব। অবশ্যই আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে ফখরুল বলেন, ‘বিজয় এলেও আমাদের মুক্তি এখনো মেলেনি। সেই মুক্তির জন্যই আমাদের সংগ্রাম করছি। এই সংগ্রাম আমরা অব্যাহত রাখব।’

You might also like

Comments are closed.