বিজয় দিবস উদযাপনে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজয় দিবস উদযাপনে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার মামলার রায়ের পর বা বিজয় দিবস উদযাপন নিয়ে কোনো ধরনের নাশকতা-অস্থিরতার শঙ্কা নেই। আগের চেয়ে অনেক বেশি হবে কর্মসূচি। তবে গতবারের মতো এবারও প্যারেড হচ্ছে না।

 

গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া ডিবি পরিচয়ে সাংবাদিককে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া ঠিক হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি তার জানা ছিলো না, তদন্তের পর জানাতে পারবেন।

You might also like

Comments are closed.