বিএমডব্লিউর নতুন অ্যাডভেঞ্চার বাইকের ডিজাইন ফাঁস
জার্মানির বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ মোটররাড ভারতের বাজারের জন্য নতুন একটি এন্ট্রি-লেভেল অ্যাডভেঞ্চার (এডিভি) বাইক আনতে যাচ্ছে। ‘এফ ৪৫০ জিএস’ মডেলের এই বাইক ৪৫০ সিসি সেগমেন্টে প্রতিযোগিতা করবে। বাইকটি বাজারে আসার কয়েক মাস আগে পেটেন্ট ফাইলিংয়ের মাধ্যমে এর প্রোডাকশন ডিজাইন ফাঁস হয়ে গেছে। যেখান থেকে এর সম্ভাব্য নকশা ও ফিচার সম্পর্কে ধারণা পাওয়া গেছে।
ফাঁস হওয়া ছবি অনুযায়ী, নতুন এফ ৪৫০ জিএস বাইকটির ডিজাইন ‘১৩০০ জিএস’ সংস্করণ থেকে অনুপ্রাণিত। এর সামনের অংশ, সাইড প্রোফাইল এবং সামগ্রিক বলিষ্ঠ গড়ন অনেকটা ১৩০০ জিএসের মতো। বাইকটিতে ১৩০০ জিএসের মতো হেডলাইট সেটআপ এবং এক্স-আকৃতির ডিআরএল (ডে-টাইম রানিং লাইট) থাকতে পারে। এ ছাড়া এতে একটি ছোট স্বচ্ছ উইন্ডস্ক্রিন ও দুই স্তরের স্টেপড সিট থাকার সম্ভাবনা রয়েছে।
বাইকটির মূল আকর্ষণ হতে যাচ্ছে এর ইঞ্জিন। এতে থাকবে একটি ৪৫০ সিসির প্যারালাল-টুইন ইঞ্জিন, যা সর্বোচ্চ ৪৭ বিএইচপি শক্তি উৎপাদন করতে সক্ষম হবে। ইঞ্জিনটির সঙ্গে একটি ৬-স্পিডের গিয়ারবক্স যুক্ত থাকবে।
গুঞ্জন রয়েছে, গ্রাহকদের জন্য সেমি-অটোমেটিক গিয়ারবক্সের একটি বিকল্পও রাখা হতে পারে, যা এই সেগমেন্টে বাইকটিকে অনন্য করে তুলবে।
অ্যাডভেঞ্চার বাইকপ্রেমীদের মধ্যে বিএমডব্লিউর এই নতুন মডেলটি নিয়ে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

Comments are closed.