বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে সব হত্যার বিচার হবে: তারেক রহমান

বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে জুলাই গণঅভ্যুত্থানসহ স্বৈরাচার আওয়ামী আমলের সব হত্যা-নির্যাতনের বিচার অবশ্যই করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে ‘বিএনপি আমার পরিবারের’ আয়োজনে গুম-খুন-হত্যা-নির্যাতনে পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘আগামী দিনে যারা দেশ পরিচালনার দায়িত্ব পাবেন, দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব যে রাজনৈতিক দলই পাক না কেন, তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে অবশ্যই একটি থাকতে হবে, সেটি হলো যে মানুষগুলো এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছে, যে পরিবারগুলো তাদের সদস্যদের হারিয়েছে অথবা নির্যাতিত হয়েছে, যাদের ওপর অন্যায় করা হয়েছে, অবশ্যই সেই অন্যায়ের বিচার করতে হবে।’

দেশের প্রতিটি মা-বোন-কন্যার নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারকে শিগগির ব্যবস্থা নিতে হবে: তারেক রহমান
‘যেকোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচারগুলো হতে হবে। কারণ আগামী দিনে আমরা যদি অন্যায়ের বিচারগুলো করতে না পারি, অন্যায়ের সঠিক সুষ্ঠু বিচার যদি না হয় হয়ত দেশে আবারও অন্যায় সংঘটিত হতে পারে,’ বলেন তিনি।

তারেক বলেন, ‘এসব অন্যায়ের বিচার হওয়ার মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ন্যায়বিচার দেওয়ার মাধ্যমে পুরো দেশের কাছে, দেশের মানুষের কাছে এটি প্রতিষ্ঠিত করা খুবই জরুরি যে, অন্যায়কারী অন্যায়কারী এবং যে অন্যায় করবে, ন্যায়ের বিরুদ্ধে যে যাবে তাদের অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের দলের অবস্থান থেকে আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে, বিএনপিকে যদি দেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার, তাহলে অবশ্যই বিএনপির রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সর্বোচ্চ চেষ্টা করবে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, জুলাই-আগস্ট মাসে যারা শহীদ হয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে সেইসব হত্যা বিচার অবশ্যই আমরা করব।’

ভুক্তভোগী পরিবারের সদস্যদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আপনারা দয়া করে হতাশ হবেন না। আমরা এতটুকু যখন এসেছি, ইনশাল্লাহ আমরা সামনের পথটুকু পাড়ি দিতে সক্ষম হব। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, যদি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকি, অবশ্যই আমরা সক্ষম হব এসব অন্যায়ের বিচার করতে।’

‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যতগুলো দল আছে সবগুলো দল এর সঙ্গে দ্বিমত পোষণ করবেন না। কয়েকটি বেসিক ব্যাপার আছে, বাংলাদেশের গণতন্ত্র, গণতন্ত্র রক্ষা, মানুষের ব্যক্তি স্বাধীনতা এবং নির্যাতিতদের প্রতি ন্যায়বিচার, এই বিষয়গুলো নিয়ে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক দল নিশ্চয় ঐক্যবদ্ধ থাকব, নিশ্চয়ই এ ব্যাপারে কোনো দ্বিমত থাকবে না,’ বলেন তিনি।

তারেক রহমান আরও বলেন, ‘আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা রাখি, যে প্রত্যাশিত বাংলাদেশ আমরা গড়তে চাইছি আগামী দিনে যেন আমরা সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হই।’

‘বিএনপি আমার পরিবার’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত প্রমুখ বক্তব্য দেন।

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.