‘বিএনপি ক্ষমতায় বসলে গণতন্ত্র-মুক্তিযুদ্ধের চেতনা গিলে খাবে’
বিএনপি ক্ষমতায় বসলে দেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা গিলে খাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘দেশবাসী হাওয়া ভবনের কথা ভুলে যায়নি। আমেরিকা ও সিঙ্গাপুরে বিএনপির হাজার হাজার কোটি টাকা পাচার করার কথাও ভোলেনি। মনে রাখতে হবে, বর্গীর চেয়েও বিএনপি ভয়ংকর লুটেরা দল। বিএনপি ক্ষমতায় গেলে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা গিলে খাবে।’
শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামে এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদ্য প্রয়াত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোছলেম উদ্দিন আহমদের স্মরণে এ শোকসভা করা হয়। চট্টগ্রাম মহানগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ যৌথভাবে এ সভার আয়োজন করে।
বিএনপির গলায় যত জোর, আন্দোলনে তত গতি নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের আন্দোলনের গতি কমে গেছে, গলার জোর বেড়ে গেছে। বিএনপি বলেছিল, ১০ ডিসেম্বর দেশ দখল করবে, পরের দিন খালেদা জিয়া দেশ চালাবে। সরকার নাকি লাল কার্ড দেখাবে। এজন্য তারেক রহমানের ডাকে তাদের নেতাকর্মীরা হাড়ি-পাতিল, লোটা-কম্বল নিয়ে সাতদিন সমাবেশের নামে পিকনিক করেছে। তারা এখন লাল কার্ড থেকে নীরব পদযাত্রার করছে।’
আওয়ামী লীগে হাইব্রিড ঢুকে গেছে মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘এদের কবল থেকে দলকে রক্ষা করতে হবে। আমাদের সদ্য প্রয়াত জননেতা মোছলেম উদ্দিন আহমদ দলের ভেতরে ঢুকে পড়া হাইব্রিডদের নিয়ে ভাবতেন। আমি চাই, এ হাইব্রিডদের কাছে দল যেন কখনও আত্মসমর্পণ না করে।’
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী শোকসভায় সভাপতিত্ব করেন। দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
শোকসভায় বিশেষ অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, হুইপ শামসুল হক চৌধুরী এমপি, আওয়ামী লীগের অর্থ সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম প্রমুখ।