বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এন আই খান আর নেই

বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এন আই খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন তার যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে সাদিকুল ইসলাম খান। তিনি জানান, মৃত্যুকালে এন আই খানের বয়স হয়েছিল ৮২ বছর। বার্ধ্যক্যজনিত কারণে তিনি মারা গেছেন।

এন আই খানের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে। সাত সন্তানের জনক এন আই খান বাংলাদেশ পেপার মার্চেন্ট এসোসিয়েশন এর সভাপতি, এফবিসিসিআই এর সদস্য, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের কোষাধ্যক্ষ সহ বহু সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

You might also like

Comments are closed.