বিএনপিকে ঘোড়ার ডিম দিয়েছে ইইউ-যুক্তরাষ্ট্র: কাদের

ই-পেপার
বিশেষ আয়োজন
বাংলাদেশ

রাজনীতি

অর্থনীতি

আন্তর্জাতিক

খেলা

বিনোদন

সারাদেশ

মতামত

প্রবাস

রাজধানী

লাইফস্টাইল

চট্টগ্রাম

সকল বিভাগ

ভিডিও

আর্কাইভ

ছবি

EN

প্রকাশ: ১৮ জুলাই ২৩ । ১৭:৩২ | আপডেট: ১৮ জুলাই ২৩ । ১৮:০৭

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র বিএনপিকে ঘোড়ার ডিম ও হাসের ডিম দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ফখরুল আজ কী বলেছেন? তাদের পদযাত্রা নাকি গণযাত্রা, বিজয়যাত্রা। আসলে তাদের পদযাত্রা পরাজয় যাত্রা। এটি তাদের পতনযাত্রা। ইউরোপীয় ইউনিয়ন কি তত্ত্বাবধায়ক সরকার দিয়েছে? শেখ হাসিনার পদত্যাগ বা সরকারের পদত্যাগ দিয়েছে? বিএনপি কী পেয়েছে? তারা পেয়েছে হাসের ডিম আর ঘোড়ার ডিম। যুক্তরাষ্ট্রও এসেছে। কিন্তু তারাও বিএনপিকে দিয়ে গেল ঘোড়ার ডিম। তত্ত্বাবধায়ক হবে না। সংসদের বিলুপ্তি হবে না। অন্যান্য দেশের মতো শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে’ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ শোভাযাত্রার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি যতই বিষেদগার আর মিথ্যাচার করুক না কেন- কোনো লাভ হবে না। আমরা ইউরোপীয় ইউনিয়নকে বলেছে, আমরা নির্বাচনের আগে ও পরে শান্তি চাই। তত্ত্বাবধায়ক হবে না। তারা (বিএনপি) মনে করেছিল ২০০১ সালের মতো জিতে যাবে। সে আশায় গুড়েবালি। তত্ত্বাবধায়ক সরকার মেরে ফেলেছি। আমরা করিনি। তত্ত্বাবধায়ক বাতিল করেছে উচ্চ আদালত। বিএনপি আদালত মানে না। বিচার পক্ষে না গেলে তা মানে না।

সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে বলে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এর বাইরে এক চুলও আমরা নড়ব না। যতই মারামারি, হুমকি-ধমকি দেওয়া হোক না কেন- আওয়ামী লীগ কারও কাছে মাথা নত করে না।

ফলো করুন-
ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমকাল ইউটিউব
আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ শোভাযাত্রা। ছবি: সমকাল

আ.লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতি, বিএনপি, লুটপাট, চুরি, হত্যার বিরুদ্ধে খেলা হবে। বাংলাদেশে শয়তানের দলের আসল ঠিকানা বিএনপি। তাদের দফা নাকি একটা, আবার বলে ৩২টা। তাদের দফার ঠিক নেই, ঐক্যের ঠিক নেই। তারা বিদ্যুতের নামে খাম্বা দিয়েছে। এই সরকারের আমলে দেশের মানুষ শতভাগ বিদ্যুৎ পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু সুন্দরভাবে সামাল দিচ্ছেন। কিন্তু বিএনপি ঘোড়ার ডিম ছাড়া কিছুই দিতে পারবে না। এই সরকার পদ্মা সেতু দিয়েছে, মেট্রোরেল দিয়েছে, একদিনে একশ’ সেতু উদ্বোধন করেছে। সামনের মাসে আরও কয়েকটি প্রকল্পের উদ্বোধন হবে। অক্টোবরে বঙ্গবন্ধু টানেল প্রধানমন্ত্রী ডিজিটাল মাধ্যমে উদ্বোধন করবেন।

এ সময় প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, ফখরুল, আপনি কী দেখিয়ে নির্বাচন করবেন?

তিনি বলেন, বিএনপি-ফখরুল বুঝে গেছেন, গতবারের মতো এবারও হারবেন। ফখরুল বলেছেন, আওয়ামী লীগ মাত্র ১০টা আসন পাবে। এখন বলছেন ৩০টা। তাকে ধন্যবাদ। তিনি আসন বাড়িয়েছেন। অথচ তারা এই কথা বলার পর ২০০৮ সালের নির্বাচনে এই সংখ্যক আসন পেয়েছেন। তাদের আন্দোলন ভুয়া। আমাদের তরুণরা যেভাবে মিছিলে নেমেছেন, তাতে বিএনপির কোনো উপায় নেই। যেসব তরুণ প্রথমবার ভোটার হয়েছেন, তারা আওয়ামী লীগকে ভোট দেবে। বিএনপি নাকি ২০৩০ সালে ডিজিটাল দেশ করবে। এখন তারা আর এই কথা বলে না। তাদের এই কথাও ভুয়া।

আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, দয়া করে কারও সঙ্গে গোলমাল করবেন না। আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা বিজয়ী হব, আমরা কেন গোলমাল করব? আমরা শান্তিপূর্ণ পরিবেশে আমাদের কাজ করব। তারা গায়ে পড়ে ঝগড়া করতে চাইবে। ভরা কলসি নড়ে না, খালি কলসি নড়ে। শেখ হাসিনার কলসি উন্নয়নে ভরা কলসি। আমরা কেন নড়ব? আপনারাও নড়বেন না। কোনো ঝামেলা করবেন না। ঝামেলা দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন। আপনাদের অনুরোধ করছি, বিএনপির সঙ্গে কেউ ঝামেলায় জড়াবেন না। আমাদের সামনের কর্মসূচিতেও আপনারা ধৈর্যশীলতার পরিচয় দেবেন।

শোভাযাত্রায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম প্রমুখ।

বিষয় : ইইউ যুক্তরাষ্ট্র কাদের বিএনপি নির্বাচন

আরও পড়ুন

সরকার হিরো আলমকেও ভয় পায়: রিজভী
সরকার হিরো আলমকেও ভয় পায়: রিজভী
খুলনায় বিএনপির ৮০ নেতাকর্মীর নামে মামলা
খুলনায় বিএনপির ৮০ নেতাকর্মীর নামে মামলা
রাজবাড়ীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫
রাজবাড়ীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫
ফেনীতে বিএনপি-পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ, আহত শতাধিক
ফেনীতে বিএনপি-পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ, আহত শতাধিক
SAMAKAL APP | YOUTUBE

মন্তব্য করুন

সরকার হিরো আলমকেও ভয় পায়: রিজভী

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৮ জুলাই ২৩ । ২১:২৪ | আপডেট: ১৮ জুলাই ২৩ । ২১:২৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। ফাইল ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, সরকার হিরো আলমকেও ভয় পায়। সেজন্য ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে তার ওপর ‘সন্ত্রাসী’ হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজশাহীতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, এখন তো আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে হিরো আলম নির্বাচন করেছেন। তাকেও সন্ত্রাসীরা যেভাবে মারধর করেছে। ঢাকা-১৭ আসনে মাত্র ২ থেকে ৩ শতাংশ ভোট পড়েছে। সেই নির্বাচনে জিতেও আওয়ামী লীগ প্রার্থী ‘ভি’ চিহ্ন দেখালেন।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মুখ মলিন করে বলেছেন, তাঁর কোনো সম্পদ নেই। কোনো বাড়ি নেই। দেশের মানুষের সেবার জন্য কাজ করেছেন। কিন্তু আমি বলতে চাই, কি সেবার জন্য কাজ করেছেন তা জনগণ জানে। আজ কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র করার অনুমতি দিয়ে আপনার স্বজনদের সিঙ্গাপুরে ধনীদের তালিকায় নাম তুলেছেন। আপনার বাড়ি নেই? তাহলে সুদাসদন কার? পূর্বাচলের ৬০ কাঠা জায়গার ওই রাজ-বাদশাদের আদলে সুপ্রাচীর দিয়ে ঘেরা ওই লাল বিল্ডিং কার?’

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজার প্রসঙ্গে রিজভী বলেন, খাদিজা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। একটা বাচ্চা মেয়ে। ফেসবুকে একটা পোস্ট দেওয়ায় এক বছর ধরে তাকে জেলে আটকে রাখা হয়েছে। তিনি ফেসবুকে তার মত প্রকাশ করেছে। এর জেরে তার এ পরিণতি। কতজনকে আজ এভাবে বন্দি রাখা হয়েছে। দেশে কারো মত প্রকাশের স্বাধীনতা নেই। কিছু বললেই মামলা করা হয়। আমার নামেও ১৮০টি মামলা রয়েছে। ম্যাজিস্ট্রেট আদালতও এখন কাউকে জামিন দেন না।’

এক দফা আন্দোলনে বাধা আসলে প্রতিহতের আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। যদি আমাদের গায়ে একটি লাঠির আঘাত করা হয়, আমরা দুইটি করব। তারা আঘাত করলে আমরা প্রতিহত করব। আমরা কোনো নিরীহ মানুষের গায়ে হাত দেব না। আওয়ামী লীগের লোকও যদি নিরীহ হয় আমরা তাকে কিছু বলব না।’

অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘বিএনপি নেত্রীকে এবং নোবেল জয়ী ইউনুসকে যখন পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেওয়ার কথা বললেন, তখন আইন কই ছিল? আবু সাঈদ চাঁদের মতো একজন ভালো মানুষ রাজনৈতিক বক্তব্য দেওয়ায় তার বিরুদ্ধে জেলায় জেলায় মামলা দেওয়া হলো। গ্রেপ্তার, রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। এর মাধ্যমে চাঁদকে জাতীয় বীর বানানো হয়েছে। তাকে এখন সবাই চেনে। তার জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে, আমরা যার পদত্যাগ দাবি করছি তার চেয়েও চাঁদের জনপ্রিয়তা এখন বেশি।’

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সাবেক রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার। সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্যসচিব মামুন-উর-রশীদ।

আরও পড়ুন

খুলনায় বিএনপির ৮০ নেতাকর্মীর নামে মামলা
খুলনায় বিএনপির ৮০ নেতাকর্মীর নামে মামলা
রাজবাড়ীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫
রাজবাড়ীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫
হিরো আলমের ওপর হামলা মানবাধিকারের ‘সুস্পষ্ট লঙ্ঘন’
হিরো আলমের ওপর হামলা মানবাধিকারের ‘সুস্পষ্ট লঙ্ঘন’
ফেনীতে বিএনপি-পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ, আহত শতাধিক
ফেনীতে বিএনপি-পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ, আহত শতাধিক
Download Samakal App

Subscribe Youtube

মন্তব্য করুন

© সমকাল ২০০৫ – ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

বিজ্ঞাপন মূল্য তালিকা | PRIVACY POLICY | TERMS OF USE

SAMAKAL ALL RIGHTS RESERVED

You might also like

Leave A Reply

Your email address will not be published.