বাহরাইনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের যুবারা

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতিতে দ্বিতীয়বারের মতো বাহরাইনের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
আজ শুক্রবার (২২ আগস্ট) রাত ৯টায় বিএফএ ফুটবল গ্রাউন্ডে হবে ম্যাচটি।
ফিফা টায়ার টু’র স্বীকৃতি পাওয়া এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে ক্লোজ ডোরে। প্রথম ম্যাচের ভুলগুলোকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জায়ান-আল আমিনদের। বাড়তি অনুপ্রেরণা হিসেবে দলে কাজ করবে ইনজুরি কাটিয়ে শেখ মোরসালিনের ফেরা। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের আগে শেষ প্রস্তুতিতে বড় অংশজুড়ে ছিল সেট পিস নিয়ে কাজ করা।
গত সোমবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত প্রথম প্রস্তুতি ম্যাচে বাহরাইনের বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয় লাল-সবুজের যুবারা। তবে পারফরম্যান্সে ছিল ইতিবাচকতা আর আত্মবিশ্বাসের ছাপ।
You might also like

Comments are closed.