বাস উল্টে নারী-পুরুষসহ ৫ জনের মৃত্যু

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে বাবা–ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় অন্তত ৩১ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলা সদরের বাখুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন—নগরকান্দা উপজেলার শেয়ারকান্দি গ্রামের বাসিন্দা জোয়ার সর্দার (৬৫), তাঁর ছেলে ইমান (২৮) এবং একই উপজেলার ভারতী রানী। তাৎক্ষণিকভাবে বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের বরাতে জানা যায়, মুকসুদপুর থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা ফারাবি পরিবহনের লোকাল বাসটি বাখুন্ডা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এরপর সেটি সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সাইফুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে পাঁচজনকে মৃত অবস্থায় এবং ৩১ জনকে আহত অবস্থায় উদ্ধার করি।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.