বাস-ইজিবাইকের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৩২

পিরোজপুরে বিয়ের যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩২ জন।

শুক্রবার (২৭ জুন) বিকেলে সদর উপজেলার ব্রহ্মণকাঠী এলাকায় এই ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন, আব্দুল হান্নান হাওলাদার (৫৫)। তিনি পিরোজপুর সদর উপজেলার মূলগ্রাম এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে। এতে আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার একটি বৌ-ভাতের অনুষ্ঠান শেষে মেয়ের পক্ষের স্বজনরা দূর্গাপুর চুঙ্গাপাশায় তাদের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলার ব্রাহ্মণকাঠী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। মুহূর্তেই বাসটি সড়কে উল্টে যায় এবং ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করান।

পিরোজপুর জেলা সিভিল সার্জন মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, ২৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে মৃত অবস্থায় পেয়েছি।

পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়েছেন। তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

You might also like

Comments are closed.