বাসে অজ্ঞানপার্টির খপ্পরে উপসচিব

বাসের ভেতর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথকে।

সোমবার (৩০ ডিসেম্বর) ভোররাতে পুলিশ দিলীপ কুমারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ ও বাস সুপারভাইজারের ধারণা, তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছিলেন।

তেজগাঁও থানার উপপরিদর্শক শুকহরি মধু জানান, রাত দেড়টার দিকে তেজগাঁও শাহীন স্কুলের সামনের চেকপোষ্টে কর্তব্যরত ছিলেন তিনি। তখন হামজা এক্সপ্রেসের একটি বাস সেখানে এসে থামে এবং স্টাফরা তাকে জানান যে বাসের মধ্যে এক ব্যক্তি অচেতন হয়ে আছেন।

বাসের স্টাফদের কাছ থেকে শুকহরি জানতে পারেন ওই ব্যক্তি চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিলেন। সায়েদাবাদে তার নামার কথা ছিল। সেখানে বাসের সুপারভাইজার তাকে নামার জন্য ডাকাডাকি করলে তিনি সাড়া দেননি। চট্টগ্রাম থেকে আসার পথে দিলীপের পাশের আসনে যে যাত্রী ছিলেন সায়েদাবাদে বাস থামার পর তাকে আর পাওয়া যায়নি।

দিলীপ কুমারকে উদ্ধারের পর রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয় বলে জানান শুকহরি।

এই পুলিশ কর্মকর্তা বলছেন, দিলীপ কুমারের ব্যাগে থাকা ভিজিটিং কার্ড দেখে জানা যায় যে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব। পরবর্তীতে তার স্ত্রীর সাথে যোগাযোগ করা হলে তিনিও হাসপাতালে আসেন।

দিলীপ কুমারের স্ত্রী জানান, তাদের বাসা মিরপুরে। উপসচিব পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ঘুরতে গিয়েছিলেন। তার কাছে থাকা স্মার্টফোনটিও পাওয়া যায়নি।

হামজা এক্সপ্রেস বাসের সুপারভাইজার পারভেজ আহমেদ জানান, দিলীপ কুমার ও তার পাশের আসনে থাকা ব্যক্তি চট্টগ্রামের একই জায়গা থেকে বাসে উঠেছিলেন। বাসে তারা পরস্পরের সঙ্গে যেভাবে কথা বলছিলেন তাতে মনে হচ্ছিল যে তারা পূর্ব পরিচিত। তাদের দুইজনেরই সায়েদাবাদে নামার কথা ছিল। কিন্তু পাশের আসনের ব্যক্তি বাস ঢাকায় ঢোকার আগেই চিটাগাং রোডে নেমে যান।

You might also like

Leave A Reply

Your email address will not be published.