বায়ুদূষণ নিরীক্ষণে ৫ মিলিয়ন ডলার দেবে জাপান

বায়ুদূষণ নিরীক্ষণে বাংলাদেশকে পাঁচ মিলিয়ন ডলার অনুদান সহায়তা দেবে জাপান। এ প্রকল্পের আওতায় ঢাকা এবং চট্টগ্রামে যানবাহনের নির্গমন থেকে বায়ু দূষণকারী পদার্থের পরিমাপ ও বিশ্লেষণের ক্ষমতা বাড়ানোর জন্য বায়ু দূষণ নিরীক্ষণে সরঞ্জাম স্থাপন করা হবে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশের সঙ্গে জাপানের এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

ঢাকার জাপান দূতাবাস জানায়, বায়ুদূষণ নিরীক্ষণে সরঞ্জাম উন্নয়ন প্রকল্পে ৮৩৫ মিলিয়ন জাপানি ইয়েন (প্রায় পাঁচ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান সহায়তা দেবে জাপান। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী জাপানি অনুদান সহায়তা স্বাক্ষরিত নোট বিনিময় করেন।

জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহাইড এবং মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী একটি প্রাসঙ্গিক অনুদান চুক্তিতে সই করেন।

জাপান দূতাবাস জানায়, এ প্রকল্পের আওতায় রাজধানী ঢাকা এবং চট্টগ্রামে মূলত যানবাহনের নির্গমন থেকে বায়ু দূষণকারী পদার্থ পরিমাপ ও বিশ্লেষণের ক্ষমতা বাড়ানোর জন্য বায়ু দূষণ নিরীক্ষণে সরঞ্জাম স্থাপন করা হবে। ফলে বায়ু দূষণ নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়াতে অবদান রাখবে।

জাপান সরকারের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী ইকুইনা আকিকো চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপমন্ত্রী ইকুইনা আকিকো বলেন, কৌশলগত অংশীদারিত্বের আওতায় জাপান এ অঞ্চল, আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার জন্য বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য তার সহযোগিতা অব্যাহত রাখবে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.