বান্দরবানে ডিজিএফআই কর্মকর্তা নিহত

মাদক বিরোধী যৌথ অভিযানের সময় গতকাল সোমবার পার্বত্য জেলা বান্দরবানে র‌্যাব ও ডিজিএফআইয়ের সঙ্গে একদল মাদক চোরাচালানির সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা নিহত হয়েছেন।

গভীর রাতে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানায়, বান্দরবান জেলার তুমব্রু সীমান্ত এলাকায় বাংলাদেশের সীমানার ভেতরে এই সংঘর্ষ হয়েছে। এতে মাদক চোরাচালানকারীদের গুলিতে ডিজিএফআইয়ের দায়িত্বরত একজন কর্মকর্তা নিহত হন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা ছিলেন।

এ ঘটনায় র‌্যাবের একজন সদস্যও আহত হয়েছেন। তবে আইএসপিআর ওই হতাহত কর্মকর্তার নাম উল্লেখ করেনি।

You might also like

Comments are closed.