বান্দরবানে আটক মিয়ানমারের ২০ নাগরিক, পরে পুশব্যাক

বান্দরবা‌নের আলীকদ‌ম উপজেলার বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারের ২০ নাগরিককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (৪ মার্চ) রাতে আলীকদম বাস টার্মিনাল এলাকায় মাতামুহুরি পরিবহনের একটি বাস থেকে তাদের আটক ক‌রা হয়। তবে তাদের নাম ঠিকানা বা বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবির নায়েব সুবেদার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে কক্সবাজারের চকরিয়াগামী লোকাল বাস মাতামুহুরি পরিবহনে অভিযান চালিয়ে শিশুসহ ২০ জনকে আটক করা হয়। তারা মিয়ানমারের নাগরিক।

আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদি জানান, যাচাই বাছাই শেষে রাতেই ২০ জনকে আলীকদম উপজেলার পৌয়ামুহুরী সীমান্ত দিয়ে মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে।

You might also like

Comments are closed.