বাড্ডায় গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ শিশুর মৃত্যু

রাজধানী বাড্ডার থানাধীন আফতাবনগরের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লাগার ঘটনায় একই পরিবারের তিন শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে শিশু তানজিলা (৪) মারা গেছে।

চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৮ মে) বিকেল ৩টায় শিশুটি মারা যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, তার শরীরের ৬৬ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আফতাব নগরের আনসার ক্যাম্প বাজার সংলগ্ন একটি তিনতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

You might also like

Comments are closed.