বাজার সিন্ডিকেটকে ডেভিল হান্টের আওয়তায় আনার দাবি এবি পার্টির

রোজায় বাজার সিন্ডিকেটকে কঠোরভাবে দমনের আহবান জানিয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, প্রয়োজনে বাজার সি‌ন্ডি‌কেট‌কে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় আনতে হবে।

শনিবার (১ মার্চ) সকালে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বিষয়ে সংবাদ সম্মেলনে আসেন তিনি।

এসময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ রমজানে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে রমজান মাস‌কে সরকারের জন্য বড় পরীক্ষা মন্তব্য করে এবি পা‌র্টির নেতা বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে তা‌দের মদদদাতা‌দের খুঁজে বের করতে হবে। এসময় যানজট নিয়ন্ত্রণের আহবান জানিয়ে আগের যে কোনো রমজানের তুলনায় ভালো সময়ের প্রত্যাশা করেন তিনি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.