বাইডেন নিজেকে ক্ষমা না করে ভুল করেছেন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আবারও প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বও নেওয়া ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউস ত্যাগের আগে নিজেকে ক্ষমা না করে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ভুল করেছেন। স্থানীয় সময় বুধবার রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর কোনো গণমাধ্যমকে দেওয়া এটাই তাঁর প্রথম সাক্ষাৎকার।

ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘এই ব্যক্তি (বাইডেন) সবাইকে আগাম ক্ষমা করে গেছেন। মজার বিষয় হলো, সম্ভবত (তাঁর জন্য) দুর্ভাগ্যজনকও, তিনি নিজেকে ক্ষমা করে যাননি।’

দায়িত্ব ছাড়ার আগে সদ্য বিদায় নেওয়া প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীনভাবে পরিবারের সদস্যসহ কর্মকর্তাদের ক্ষমা করে করে যান।এ ঘটনাকে ইঙ্গিত করে কথাটি বলেছেন ট্রাম্প।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ২০২১ সালে হোয়াইট হাউস ছাড়ার সময় বাইডেনকে নিজেকে ক্ষমা করার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা করেননি। কারণ, তিনি বিশ্বাস করতেন, তিনি কোনো ভুল করেননি।

বাইডেনকে ‘বেশ খারাপ উপদেশ’ দেওয়া হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, জো বাইডেনের উপদেষ্টারা ছিলেন বেশ বাজে। তাঁদের কেউ একজন তাঁকে (বাইডেন) নিজেকে ছাড়া সবাইকে ক্ষমা করার উপদেশ দিয়েছেন।

সাক্ষাৎকারে ট্রাম্প ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাম্প্রতিক দাবানল নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন, পানিসম্পদের স্বল্পতা নিয়ে ক্যালিফোর্নিয়ায় যে সংকট রয়েছে, তা সমাধানে যতক্ষণ না রাজ্যটির সরকার উদ্যোগ নিচ্ছে, ততক্ষণ হয়তো কেন্দ্রীয় সরকারের সহায়তা আটকে রাখা হবে।

ট্রাম্পের দাবি, ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে মাছ সংরক্ষণের জন্য পানি ধরে রাখার ব্যবস্থা রয়েছে। এই কারণে অঙ্গরাজ্যটির শহরাঞ্চলগুলোর জলাধারগুলো শুকিয়ে যায়। কিন্তু ট্রাম্পের এই দাবি মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে গার্ডিয়ানের প্রতিবেদনে।

ট্রাম্প বলেছেন, ‘যতক্ষণ না অঙ্গরাজ্য সরকার উজানের পানি ভাটার দিকে ছাড়তে কোনো পদক্ষেপ নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ক্যালিফোর্নিয়াকে আমাদের কিছু দেওয়া উচিত হবে না বলে মনে করি আমি।’

আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণ কী
১৩ জানুয়ারি ২০২৫
লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণ কী

গত সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর শপথ গ্রহণের কয়েক ঘণ্টা আগে নিজ পরিবারের কয়েকজন সদস্যসহ বিপুলসংখ্যক কর্মকর্তাকে ক্ষমা ঘোষণা করেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রেসিডেন্টের ক্ষমতাবলে বাইডেন তাঁদের আগাম ক্ষমা ঘোষণা করেছেন। নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, এমন শঙ্কা থেকে তিনি এই কাজ করেছেন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়ার আগমুহূর্তে এত বেশিসংখ্যক ব্যক্তিকে এভাবে ক্ষমা করেননি।

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.