বাইডেনের বিজয় চূড়ান্ত কংগ্রেসে, হার মানলেন ট্রাম্প

অবশেষে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের বিজয়কে যুক্তরাষ্ট্রের কংগ্রেস চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বুধবার দিনের শুরুতে ক্যাপিটল হিলে দেশের ইতিহাসে ন্যাক্কারজনক হামলা চালায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থকরা। এ সময় সেখানে কংগ্রেসের অধিবেশনে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। বাইডেনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দেয়ার কথা ছিল এতে। কিন্তু ট্রাম্পের উস্কানিতে তার সমর্থকদের হামলায় প্রথম দফায় তা ভেস্তে যায়। সিনেটররা সুড়ঙ্গ পথ দিয়ে বেরিয়ে গিয়ে প্রাণ বাঁচান। পরে আবার অধিবেশন বসে। তাতেই বাইডেনকে দেশের ৪৬তম প্রেসিডেন্ট চূড়ান্ত করা হয়েছে।

ফলে তার সামনে এখন আর কোনোই বাধা রইল না। আগামী ২০ শে জানুয়ারি তিনি শপথ নেবেন। ব্রেকিং হিসেবে এ খবর দিয়েছে অনলাইন সিএনএন ও ফক্স নিউজ। এ অবস্থায় পাল্টে গেছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও। তিনি বলেছেন, তিনি আর ভোটারদের রায় উল্টে দেয়ার চেষ্টা করবেন না। প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের বিজয় নিশ্চিত করেছেন তিনি। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের অতি ঘনিষ্ঠ সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা মিশ ম্যাকনেল বুধবার ক্যাপিটল হিলের ঘটনাকে ব্যর্থ বিদ্রোহ বলে আখ্যায়িত করেছেন। তিনি আরো বলেছেন, ‘যারা আমাদের গণতন্ত্রকে বিঘিœত করার চেষ্টা করেছে’ তারা সফল হতে পারেনি।

অন্যদিকে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের ইলেক্টোরাল কলেজ ভোটে বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এই সিদ্ধান্ত “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইতিহাসের সর্বকালের সেরা প্রথম মেয়াদের সমাপ্তির প্রতিনিধিত্ব করে।”

সিএনএন এ খবর নিশ্চিত করে জানিয়েছে-
ট্রাম্প একটি বিবৃতিতে বলেন, “যদিও আমি নির্বাচনের ফলাফলের সাথে একদমই একমত নই, তবু সবমিলিয়ে মনে হচ্ছে ২০ শে জানুয়ারি সুশৃঙ্খল উপায়ে ক্ষমতার পালাবদল হবে।”

You might also like

Leave A Reply

Your email address will not be published.