বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট ইনডিপেনডেন্স কাপ অনুষ্ঠিত
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং মুজিব শতবর্ষ উপলক্ষে গাজী ট্যাংক ফাউন্ডেশনের সহযোগিতায় “বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট ইনডিপেনডেন্স কাপ ২০২১” অনুষ্ঠিত হয়েছে। আশিয়ান সিটি প্লে গ্রাউন্ডে সোমবার (মার্চ ২৯) সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ৩ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত ১০০ বলের খেলায় দুটি দল – রেড এবং ব্লু টিমে ভাগ হয়ে অংশগ্রহণ করে।
রেড টিম টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা ৬ উইকেট হারিয়ে ১০৭ রান করে। দলের পক্ষে মহিদুল ৮ চারের সমন্বয়ে ৫৩ রান এবং সাজ্জাদ ১১ রান করেন। ব্লু টিমের রিপন ৪ ওভারে ২০ রান দিয়ে সর্বোচ্চ ২ উইকেট লাভ করেন।
জবাবে ব্লু টিম ব্যাট করতে নেমে ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৮ রান করে জয় ছিনিয়ে নেয়। দলের পক্ষে মহসিন ৩৪ রান করে রান আউট হয়ে যাওয়ার পর লিটন অপরাজিত ২৮ রান করে দলকে সহজ জয় এনে দেন।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গাজী গোলাম মুর্তজা (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর – গাজী গ্রূপ, ডিরেক্টর – বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ডিরেক্টর – যমুনা ব্যাংক), সানিয়া বিনতে মাহতাব ( ডিরেক্টর – গাজী গ্রূপ, চেয়ারম্যান – গাজী ট্যাংক ফাউন্ডেশন , সহকারী অধ্যক্ষ – ওয়াটার রিসার্স ইঞ্জেনিয়ারিং ডিপার্টমেন্ট , বুয়েট), আনন্দ চন্দ্র নাহ (চীফ ফিনান্সিয়াল অফিসার – গাজী গ্রূপ এবং সাধারণ সম্পাদক – গাজী ট্যাংক ফাউন্ডেশন) , স্বপন অধিকারী (সিনিয়র ডেপুটি ম্যানেজার – একাউন্টস & ফিন্যান্সে , গাজী পাইপ), লক্ষণ কুমার সাহা (মেম্বার, গাজী ট্যাংক ফাউন্ডেশন এন্ড হেড অফ ইন্টারনাল অডিট – গাজী গ্রূপ), দেবাশীষ সাহা (ট্রেজারার – গাজী ট্যাংক ফাউন্ডেশন এন্ড হেড অফ কমার্শিয়াল ম্যানেজার – গাজী গ্রূপ), ইফাত আরা পারভীন (কোঅর্ডিনেটর – ইয়াং বাংলা এন্ড সিআরআই) এন্ড নাহিদা আক্তার (ভাইস প্রেসিডেন্ট – জেসিআই ঢাকা নর্থ)।
রেড টিম : মুকবুল, রনি, নাফিউর, বাবু, মহিদুল, সাজ্জাদ, মিঠু, ইয়ামিন, নূর, আলী শেখ, সাব্বির, রাজীব।
ব্লু টিম : মহসিন, রিপন, রবিন, শাহীন, লিটন, খোরশেদ, স্বপন, তানভীর, তামিম, বিজয়, মইনুল, নায়ীম।