বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ: ঐতিহাসিক মুহূর্তের হাতছানি

কলম্বোয় আজ মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। বাংলাদেশের জন্য এই সিরিজ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং পুরোনো অধ্যায়কে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার বড় এক সুযোগ।

এই সিরিজে বাংলাদেশ দল খেলছে সেই পাঁচ তারকাকে ছাড়াই-যারা প্রায় দুই দশক ধরে দলের মুখ হয়ে ছিলেন। মাশরাফি, সাকিব, মুশফিক, রিয়াদ ও তামিম-এই পাঁচ অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া ওয়ানডে সিরিজে নামছে বাংলাদেশ, যা এই ফরম্যাটে প্রথমবার। নতুন যুগে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, যিনি এই সিরিজেই নিয়মিত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রথমবারের মতো।

শ্রীলঙ্কার মাটিতে এখনো কোনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। তবে এবার সে ইতিহাস বদলের সুযোগ আছে। দলের ভারসাম্য, প্রতিপক্ষের দুর্বলতা আর তরুণদের আত্মবিশ্বাস মিলিয়ে আশার আলো দেখছেন অনেকেই।

ব্যক্তিগত অর্জনের দিক থেকেও এই ম্যাচ গুরুত্বপূর্ণ। লঙ্কান লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা এক উইকেট পেলেই ছুঁবেন ওয়ানডেতে ১০০ উইকেটের মাইলফলক। অন্যদিকে, বাংলাদেশ দলের তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়ের দরকার মাত্র ১৬ রান, তাহলেই তিনি পৌঁছে যাবেন ওয়ানডেতে নিজের হাজার রানের ঘরে। বাংলাদেশের ইতিহাসে তিনি হবেন ২৫তম সদস্য এই ক্লাবে।

বোলিংয়ে নজর থাকবে মুস্তাফিজুর রহমানের দিকে। শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ২৩ উইকেট নেওয়া এই পেসার আর ৪ উইকেট পেলেই ছাড়িয়ে যাবেন মাশরাফিকে এবং হবেন লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি।

সব মিলিয়ে এই ম্যাচ শুধু একটি সিরিজের সূচনা নয়, বরং এক নতুন পথচলার শুরু। নতুনদের হাত ধরে বাংলাদেশ কতটা এগিয়ে যেতে পারে, তা বোঝা যাবে এই সিরিজেই।

You might also like

Comments are closed.