বাংলাদেশ-ভারত শান্তিপূর্ণভাবে মতপার্থক্য দূর করবে, আশা যুক্তরাষ্ট্রের 

যুক্তরাষ্ট্র আশা করে— বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে তাদের মধ্যকার বিবাদমান মতপার্থক্য দূর করবে। সব পক্ষ তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক, এটিই আমরা দেখতে চাই।’ স্থানীয় সময় মঙ্গলবার (১০ ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।

সাংবাদিকের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি জানান, যুক্তরাষ্ট্র চায় সব পক্ষ যেন তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করে।

ব্রিফিংয়ে এক সাংবাদিক ভারতের আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চান। তিনি প্রশ্ন রাখেন, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন এবং ভারত ও বাংলাদেশ উভয়েই সম্প্রতি ভারতের অভ্যন্তরে বাংলাদেশি কূটনৈতিক মিশনের ওপর সহিংস হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। হামলার সেই ঘটনা এবং বাংলাদেশকে লক্ষ্য করে (ভারত থেকে) ক্রমবর্ধমান আগ্রাসী বক্তব্য সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে?

প্রসঙ্গত, বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে গত ২ ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। সহকারী হাইকমিশনের সামনে অবস্থান কর্মসূচিসহ ব্যাপক বিক্ষোভের আয়োজন করে হিন্দুত্ববাদীরা। এসময় বিক্ষোভকারীরা বাংলাদেশে কথিত হিন্দু নিপীড়নের নিন্দা এবং বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তি দাবি জানান। একপর্যায়ে সমবেত হওয়াদের একটি অংশ নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করে হাইকমিশন অফিসের পতাকা ছিঁড়ে তাতে আগুন লাগিয়ে দেন। ভাঙচুর করেন আসবাবপত্র।

হাইকমিশন চত্বরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার তীব্র প্রতিবাদ জানায় ঢাকা। ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন হওয়ায় তলব করা হয় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.