বাংলাদেশ পুরোটাই ঝুঁকিপূর্ণ!

গতকাল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুসারে সারা দেশকে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কাউকেই ঘর থেকে বের না হওয়া এবং দিনের অন্য সময়েও অতি জরুরি প্রয়োজন ছাড়া বের না হওয়ার জন্য বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। সেই সঙ্গে এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচলের ওপরও কঠোরভাবে নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়েছে।

বুলেটিনে জানানো হয়, ঢাকা ও ঢাকার বাইরে মোট ১৭টি কেন্দ্রে পরীক্ষা চলছে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকার ৯ কেন্দ্রে নমুনা সংগ্রহ হয়েছে এক হাজার ৪৮৪ জনের এবং তাদের মধ্যে এক হাজার ৪০৭ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয় ৩৪১ জনের। এ ছাড়া মৃত ১০ জনের মধ্যে ৭০ থেকে ৮০ বছর বয়সের একজন, ৬১ থেকে ৭০ বছর বয়সের পাঁচ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের তিনজন এবং ২১ থেকে ২০ বছরের মধ্যে একজন আছে বলেও জানানো হয় বুলেটিনে। মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকার ছয়জন এবং ঢাকার বাইরের চারজন আছে, যাদের মধ্যে পুরুষ সাতজন এবং নারী তিনজন। শেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৭৪ জনের পরীক্ষা হয়েছে আইইডিসিআরের ল্যাবে।

এ ছাড়া শেষ ২৪ ঘণ্টায় মোট কোয়ারেন্টিনে ছিল ৩৬ হাজার ৫৭৪ জন, যাদের মধ্যে তিন হাজার ২৭৪ জন প্রাতিষ্ঠানিক ও বাকিরা হোম কোয়ারেন্টিনে ছিল। এ ছাড়া আইসোলেশনে আছে ৪৬১ জন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.