বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজের টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই সিরিজের কোনো ম্যাচ দেখতে হলে সর্বনিম্ন খরচ করতে হবে ৩০০ টাকা। এই টাকায় ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন। আর ইন্টারন্যাশনাল লাউঞ্জে বসে খেলা দেখতে সবচেয়ে বেশি টাকা গুনতে হবে। এক্ষেত্রে খরচ হবে ম্যাচ প্রতি ৩ হাজার ৫০০ টাকা।

আসন্ন এই সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য

ইস্টার্ন গ্যালারি : ৩০০ টাকা

শহীদ আবু সাঈদ স্ট্যান্ড : ৪০০ টাকা

নর্দার্ন গ্যালারি : ৪০০ টাকা

ক্লাব হাউস (সাউথ-শহীদ মুশতাক স্ট্যান্ড, আপার ও লোয়ার) : ৮০০ টাকা

ক্লাব হাউস (নর্থ-শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৮০০ টাকা

ইন্টারন্যাশনাল গ্যালারি (নর্থ-মিডিয়া ব্লক) : ১৫০০ টাকা

ইন্টারন্যাশনাল গ্যালারি (সাউথ-কর্পোরেট ব্লক) : ১৫০০ টাকা

গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার ও আপার টিয়ার) : ২৫০০ টাকা

ইন্টারন্যাশনাল লাউঞ্জ (সাউথ-কর্পোরেট ব্লক) : ৩৫০০ টাকা

You might also like

Comments are closed.