বাংলাদেশ জিতল ৭ উইকেটে
একেবারে হেসে-খেলে জয়! সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দল জিতল ৭ উইকেটে।
আজ শুরুর ১০ ওভারে নিউজিল্যান্ডের ৪ উইকেট তুলে নেন শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ। এরপর তানভির ইসলাম ও এবাদত হোসেন চৌধুরী যোগ দেন ধ্বংসযজ্ঞে। কিউইরা মাত্র ১৪৭ রানে গুটিয়ে যায়, যেখানে অষ্টম ব্যাটার ডিন ফক্সক্রফট একাই করেন ৭২ রান। শেষ উইকেটে তার সঙ্গে লিস্টারের ৬২ রানের জুটি কিছুটা লড়াইয়ের রসদ যোগায়, তবে জয় বা প্রতিরোধ-দুটোই ছিল অনেক দূরে। বাংলাদেশের হয়ে সমান ৩টি করে উইকেট নেন তানভির ও খালেদ। শরিফুল ও এবাদতের নামের পাশে ২টি করে উইকেট।
এরপর লক্ষ্য ছোট হলেও জয়টা দ্রুত ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে তুলে নেওয়া দলের মানসিক দৃঢ়তার প্রতীক। ওপেনিংয়ে ইমন (২৪) ও নাঈম (১৮) ঝড়ো সূচনা এনে দেন, এরপর বিজয়, অঙ্কন ও সোহানের দৃঢ় ইনিংসেই টাইগাররা ১৩৬ বল হাতে রেখে পৌঁছে যায় লক্ষ্যে। অঙ্কনের ৪২* ও সোহানের ২০* রানে ইনিংস শেষ হয় পরিপূর্ণতার ছোঁয়ায়। ২৭.২ ওভারে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় সোহানের দল।
আজকের জয়ে বাংলাদেশ ‘এ’ দল সিরিজে এগিয়ে গেল ১–০ ব্যবধানে। কিউইদের সঙ্গে ২য় ওয়ানডে সিলেটেরই মাঠে ৭ মে।

Comments are closed.