বাংলাদেশে চীনা টিকা

ঢাকায় পৌঁছেছে চীনের উপহারের ছয় লাখ ডোজ টিকা। রবিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি বিমান সিনোফার্মের টিকা নিয়ে ঢাকায় পৌঁছে।

এর আগে সকালে সিনোফার্মের ছয় লাখ ডোজ টিকা নিয়ে বেইজিং এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ আর্মির দুটি সি-১৩০জে বিমান।

রবিবার সকাল ৯টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্টেটাসে ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান তিনটি ছবি দিয়ে তিনি লেখেন, ‘উড্ডয়নের জন্য প্রস্তুত বাংলাদেশ আর্মির দুটি সি১৩০জে।’

You might also like

Comments are closed.