বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি কেউ ভাবে না, এটা ভারতের ডিএনএতে আছে: জয়শঙ্কর

বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না বলে দাবি করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার দিল্লিতে একটি অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জয়শঙ্কর বলেন, “বিমস্টেক সম্মেলনে আমাদের মূল বার্তা ছিল—ঐতিহাসিক দিক থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ইউনিক। এটা আসলে দু’দেশের মানুষের সংযোগ। অন্য কোনও দেশ আমাদের থেকে বেশি বাংলাদেশের ভালো চাইতে পারে না। এটা একেবারে আমাদের ডিএনএতে রয়েছে। একজন শুভাকাঙ্ক্ষী ও বন্ধু হিসেবে আমরা বিশ্বাস করি, ওরা (বাংলাদেশ) সঠিক পথে হাঁটবে এবং সঠিক কাজ করবে।’

থাইল্যান্ডে অনুষ্ঠিত ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের প্রান্তরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পরিপ্রেক্ষিতে এ বক্তব্য আসে। ওই বৈঠক নিয়ে জয়শংকর বলেন, ‘ঐতিহাসিক দিক থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের বিশেষ সম্পর্ক রয়েছে। দুই দেশের মানুষের সংযোগের কারণে এই সম্পর্ক গড়ে উঠেছে।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্য কোনো দেশ আমাদের থেকে বেশি বাংলাদেশের ভালো চাইতে পারে না। এটা আমাদের ডিএনএ-তে রয়েছে। একজন শুভাকাঙ্ক্ষী ও বন্ধু হিসেবে আমরা বিশ্বাস করি, ওরা (বাংলাদেশ) সঠিক পথে হাঁটবে এবং সঠিক কাজ করবে। ’

বাংলাদেশ গণতন্ত্রে ফিরবে, নির্বাচন হবে বলেও আশাবাদী জয়শংকর। তিনি বলেন, ‘বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদে যে প্রবণতা দেখছি, তা নিয়ে আমাদের চিন্তা রয়েছে। ওখানে সংখ্যালঘুদের ওপরে হামলা নিয়ে আমাদের উদ্বেগ আছে। আমার মনে হয়, আমরা মন খুলেই সেই উদ্বেগের বিষয়গুলো জানিয়েছি।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.