বাংলাদেশের পোশাক রপ্তানি জুলাই-মে ২০২১ অর্থবছরে বেড়েছে ১১.১ শতাংশ

২০২০-২১ অর্থবছরের প্রথম ১১ মাসে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি ১১.১ শতাংশ বেড়েছে। এ সময়ে বাংলাদেশ থেকে ২৮.৫৬১ বিলিয়ন ডলারের সমপরিমাণ তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এর আগের অর্থবছরের প্রথম ১১ মাসে যা ছিল ২৫.৭০৮ বিলিয়ন ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রকাশিত ‘প্রভিশনাল (অসমাপ্ত) ডাটা’ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী একথা বলেছে- টেক্সটাইল, গার্মেন্ট এবং ফ্যাশন ইন্ডাস্ট্রি বিষয়ক ম্যাগাজিন ‘ফাইবার টু ফ্যাশন’।

উল্লেখ্য, বাংলাদেশে অর্থবছর ০১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত হিসেব করা হয়।

You might also like

Comments are closed.