বাংলাদেশের নতুন কোচ পর্তুগালের মারিও লেমোস

আগামী মাসে শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। সেই আসরের জন্য নতুন কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঢাকা আবাহনীর কোচ মারিও লেমোসের অধীনে শ্রীলঙ্কায় খেলবে বাংলাদেশ।

শুধু এই আসরের জন্যই জামাল ভূঁইয়াদের দায়িত্ব নিয়েছেন লেমোস।

সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের দায়িত্বে ছিলেন বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজন। এই স্প্যানিশকে চার জাতি আসরেও চেয়েছিল বাফুফে। দায়িত্ব নিতে রাজি হননি ব্রুজন।

কাগজে-কলমে এখনো জেমি ডে’র সঙ্গে চুক্তি রয়েছে বাফুফের।

আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত জেমির সঙ্গে চুক্তি বাফুফের।

You might also like

Comments are closed.