বাংলাদেশের জার্সিতে খেলতে বাধা নেই সামিতের

আরও একটি সুখবর পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। লাল-সবুজ জার্সিতে খেলার জন্য ফিফার কাছ থেকে চূড়ান্ত অনুমোদন মিলল কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোমের।

ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি মঙ্গলবার (৬ মে) বাফুফেকে সামিতের প্রসঙ্গে ইতিবাচক সঙ্কেত দিয়েছে। ফলে ১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আর বাধা নেই সামিতের।

২৭ বছর বয়সী মিডফিল্ডার বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে খেলছেন।

ফিফার কাছ থেকে সামিতের ছাড়পত্র পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম।

এর আগে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের পক্ষে খেলতে ফিফার চূড়ান্ত অনুমোদন পান ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী। ইতোমধ্যে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছে তার। তিনি বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলছেন।

You might also like

Comments are closed.