বাংলাদেশের ছবিতে প্রসেনজিৎ

শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় ‘বাবাই’ শিরোনামে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের চিত্রনায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

ছবির প্রযোজক সেলিম খান বলেন, “ছবির প্রধান চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করছেন। আগামী মাসের শেষের দিকে ছবির শুটিং শুরু হবে।”

এ বিষয়ে এক জিজ্ঞাসায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যবস্থাপক মোহর জানান, শাপলা মিডিয়ার সঙ্গে ছবিটি নিয়ে তার আলোচনা হয়েছে।

‘বাবাই’ পরিচালনা করছেন পরিচালক শামীম আহমেদ রনি।

প্রসেনজিতের বিপরীতে ঢাকার অভিনেত্রী সোহানা সাবা অভিনয় করছেন বলে জানিয়েছে শাপলা মিডিয়া। তবে এ বিষয়ে সোহানা সাবার কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় ‘মনের মানুষ’, ‘শঙ্খচিল’ চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ; এবারের চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে বাংলাদেশের একক প্রযোজনায়।

টালিগঞ্জের ‘ষড়রিপু’ শিরোনামে একটি চলচ্চিত্রে অভিনয় করে আসা সোহানা সাবা এর আগে ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসিত হয়েছেন।

You might also like

Comments are closed.