বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমিয়েছে ভুটান

বাংলাদেশের পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমাল ভুটান সরকার। এখন থেকে প্রতিদিন বাংলাদেশি পর্যটকদের টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) হিসেবে শুধু ১৫ ডলার দিতে হবে। এটি (১৫ ডলার) শুধু ভারতীয় পর্যটকদের জন্য নির্ধারিত ফি ছিল।

রবিবার থেকে কার্যকর হয়েছে নতুন এই ভিসানীতি।

নতুন নীতিমালার আওতায় ১৫ হাজার বাংলাদেশি পর্যটক বার্ষিক ১৫ ডলারে খরচে ভুটান ভ্রমণ করতে পারবেন।
এর আগে ভুটানে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি প্রতিদিন ২০০ ডলার ছিল। যা করোনার পর কমিয়ে ১০০ ডলার করা হয়েছিল। নতুন ভিসানীতিতে এটি আরো কমিয়ে ১৫ ডলার করল ভুটান সরকার।

বাংলাদেশি পর্যটকদের বিদ্যমান ভ্রমণ ফি কমাতে ভুটানের প্রতি অনুরোধ জানিয়েছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। গত ১৯ এপ্রিল ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত বাংলাদেশ ও ভুটানের তৃতীয় পররাষ্ট্রবিষয়ক পর্যালোচনা সভায় (এফওসি) এ অনুরোধ জানান পররাষ্ট্রসচিব।

You might also like

Leave A Reply

Your email address will not be published.