বাংলাদেশকে চাপে রেখে গলে দাপট শ্রীলঙ্কার

গল টেস্টের চতুর্থ দিনের সকালের সেশনে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ভালো সূচনা করেছিল বাংলাদেশ। তবে দিনের শেষে হাসি লঙ্কানদের মুখেই। কামিন্দু মেন্ডিস ও মিলান রত্নায়েকে নিয়ে গড়া অবিচ্ছিন্ন জুটিতে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা।

বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৪৯৫ রান। জবাবে আজ চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতিতে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ৪৬৫ রান, পিছিয়ে মাত্র ৩০ রানে। হাতে আছে ৪ উইকেট, এখন লিড কেবল সময়ের ব্যাপার।

দিনের শুরুটা হয়েছিল বাংলাদেশের পক্ষে। ৯৬তম ওভারে ধনঞ্জয়া ডি সিলভাকে ফেরান অফস্পিনার নাঈম হাসান, যিনি আউট হওয়ার আগে করেন ১৯ রান। এরপর ১০১তম ওভারে কুশল মেন্ডিসকে ফেরান পেসার হাসান মাহমুদ, মাত্র ৫ রানে থেমে যান কুশল। এই দুটো উইকেট তুলে নিয়ে খেলায় খানিকটা ভারসাম্য ফেরায় বাংলাদেশ।

কিন্তু এরপর আর কোনো সাফল্যের দেখা পায়নি তারা। একপ্রান্তে ছিলেন মিলান রত্নায়েকে, যিনি মাত্র ৭ রানে থাকা অবস্থায় একটি জীবন পেয়েছেন—তাইজুল ইসলামের বলে সহজ ক্যাচটি ধরতে পারেননি তিনি। সেই ভুলের খেসারত দিতে হচ্ছে বাংলাদেশকে। জীবন পেয়ে সাবলীল ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছেন মিলান, অপরপ্রান্তে তাকে দারুণভাবে সঙ্গ দিচ্ছেন কামিন্দু মেন্ডিস। এই দুজনের জুটিতে এসেছে ৭৯ রান, যা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

কামিন্দু মেন্ডিস ১৩৯ বলে ৮৩ রানে অপরাজিত, মারেন ৭টি চার ও একটি ছক্কা। মিলান রত্নায়েকে অপরাজিত ৩৮ রানে, ৭৬ বল খেলে মেরেছেন তিনটি চার ও একটি ছক্কা।

এই দুজনের দৃঢ়তায় বাংলাদেশের প্রথম ইনিংসের বড় স্কোর এখন অনেকটাই নড়বড়ে হয়ে যাচ্ছে। শ্রীলঙ্কার ইনিংসে এর আগে বড় অবদান রেখেছেন পাথুম নিশাঙ্কা (১৮৭) ও চান্দিমাল (৫৪)।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার এখন পর্যন্ত নাঈম হাসান, পাশাপাশি হাসান মাহমুদ ও তাইজুলও নিয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ৪৯৫/১০ (১৫৩.৪ ওভার) (শান্ত ১৪৮, মুশফিক ১৬৩, লিটন ৯০; আসিথা ৪/৮৬, মিলান ৩/৩৯)
শ্রীলঙ্কা (প্রথম ইনিংস)- ৪৬৫/৬ (১২৪ ওভার) (নিশাঙ্কা ১৮৭, উদারা ২৯, চান্দিমাল ৫৪, ম্যাথিউস ৩৯, ধনঞ্জয়া ১৯, কামিন্দু ৮৩*, মিলান ৩৮*)
#৪র্থ দিন লাঞ্চ বিরতি পর্যন্ত

You might also like

Comments are closed.