বর্ষায় যে মোডে এসি চালালে খরচ কমবে

গরমে তাপদাহ কমাতে এসি ব্যবহার করছেন অনেকে। কিন্তু কখন কোন মোডে এসি চালাবেন এ ব্যাপারে হয়তো অনেকে জানে না। এসির মোড আপনার বিদ্যুৎ সাশ্রয় করতে পারে। সেই সঙ্গে এসিও ভালো থাকবে দীর্ঘদিন।

তবে জেনে রাখা ভালো বর্ষায় কোন মোডে এসি চললে সুবিধা:

এদিকে বৃষ্টির সময়ও গরম থেকে রেহাই নাই। এ সময় এক বিশেষ মোডে এসি চালানো দরকার। আসলে বৃষ্টি-বাদলার দিনে ড্রাই মোডেই এসি চালানো উচিত। যাতে আর্দ্রতার পরিমাণ কিছুটা হলেও কমানো যায়। শুধু তাই নয়, এ সময় ড্রাই মোডে এসি চালালে বিদ্যুতের বিলের বোঝাও অনেকটা কমানো যাবে।

কারণ এসির ড্রাই মোড বাতাস থেকে আর্দ্রতা দূর করে। সেই সঙ্গে তাপমাত্রা খুব বেশি না কমিয়েও জায়গাটিকে আরামদায়ক করে তোলে। আর ড্রাই মোডে এসি চালালে কম্প্রেসারের ওপর কম লোড বা চাপ পড়ে, যা শক্তি সাশ্রয় করে।

এসির ড্রাই মোড মূলত ডি-হিউমিডিফায়ার হিসেবে কাজ করে; যা বাতাস থেকে আর্দ্রতা দূর করার ওপর মনোনিবেশ করে। আর ঘরের মধ্যে আরামদায়ক তাপমাত্রা বজায় রাখে। আর বাতাসে আর্দ্রতা কম থাকলে বাতাস ঠান্ডা করার জন্য এসিকে তেমন পরিশ্রম করতে হয় না। এছাড়া এ প্রক্রিয়ায় বিদ্যুৎ খরচ কমতে পারে।

You might also like

Comments are closed.