বরুণ-জাহ্নবীর নতুন সিনেমার শুটিং সম্পন্ন

নতুন হিন্দি সিনেমা ভক্তদের জন্য আনন্দের সংবাদ। জনপ্রিয় রোমান্টিক বিনোদনধর্মী ছবি ‘সানি সংস্কারী কি তুলসী কুমার’ শুটিং সম্পূর্ণ হয়েছে। সিনেমাটি প্রযোজনা করছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন এবং পরিচালনায় আছেন শশাঙ্ক খৈতান। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান এবং জাহ্নভী কাপুর। দর্শকরা আগামী ২ অক্টোবর, ২০২৫ থেকে ছবিটি সিনেমা হলে উপভোগ করতে পারবেন।
বরুণ ধাওয়ান ইনস্টাগ্রামে শুটিং শেষ হওয়ার খবর শেয়ার করেন এবং মজার কিছু বিহাইন্ড দ্য সিন ছবি প্রকাশ করেন। তিনি লিখেছেন, “মেইন ফির সে আ রহা হুন… অক্টোবর ২।” জাহ্নভী কাপুর হালকাভাবে উত্তর দিয়েছেন, “মেরা সানি সবচেয়ে সংস্কারী,” যা তাদের আগের সিনেমা ‘বাওয়াল’ (২০২৩) থেকে অনস্ক্রিন জুটি হিসেবে দর্শকদের উত্তেজনা বাড়িয়েছে।
শুটিং শেষের উদযাপন হয়েছিল পরিবারের মিলনের আভাসে। কাস্টের সঙ্গে ছিলেন সান্যা মালহোত্রা, রোহিত সারাফ এবং অক্ষয় ওবেরয়। ওবেরয় শুটিং অভিজ্ঞতাকে “পরিবারের মতো” অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে সিনেমা দর্শকদের জন্য হৃদয়স্পর্শী মুহূর্ত, হাসি এবং বিনোদনে পরিপূর্ণ হবে।
ছবিতে কাস্টের রঙিন পরিবেশনা, উত্তেজনাপূর্ণ গল্প এবং বরুণ-জাহ্নভীর পুনর্মিলনকে কেন্দ্র করে ‘সানি সংস্কারী কি তুলসী কুমার’ আগামী উৎসব মৌসুমের দর্শকপ্রিয় ছবি হিসেবে প্রতীয়মান।
You might also like

Comments are closed.