ব‌রিশা‌লে ট্রাক উল্টে প্রাণ গেল দুজনের

ঢাকা-বরিশাল মহাসড়কে একটি ট্রাক উল্টে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে প্রায় ২১ জন। আজ বৃহস্পতিবার (২৬ জুন) ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে উল্টে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, উজিরপুর উপজেলার বামরাইল এলাকার বেদে সম্প্রদায়ের লোকজনদের নিয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিল ট্রাকটি। পরে এটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বরিশালগামী বেপরোয়া গতির ট্রাকটি দুর্ঘটনাস্থল অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে উল্টে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে উল্টেপড়া ট্রাকে থাকা বেঁদে সম্প্রদায়ের ২৩ জনকে উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে পাঠায়।

বিপুল হোসেন আরো জানান, হাসপাতালে পাঠানো ২৩ জনের মধ্যে চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেছেন।

You might also like

Comments are closed.