বরগুনায় স্ত্রীর পরকীয়া সন্দেহে স্বামীর আত্মহত্যা

বরগুনায় স্ত্রীর পরকীয়া সন্দেহে স্বামীর আত্মহত্যা
বরগুনার তালতলীতে স্ত্রীর পরকীয়া সন্দেহে স্বামী ইউসুফ মুন্সী (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

রবিবার (২৩ মার্চ) ভোররাতের কিছু আগে উপজেলার বড়বগী ইউনিয়নের কজিরখাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ মুন্সী একই এলাকার আদম আলী মুন্সির ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

জানা যায়, ইউসুফ মুন্সির সন্দেহ তার স্ত্রী রাবেয়া বেগম পরকীয়া প্রেমে লিপ্ত। এমন সন্দেহ থেকে প্রায়ই তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। সর্বশেষ গতকাল দিবাগত রাতে এ নিয়ে ঝগড়া হয়। এরপর রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন তাকে খুঁজতে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইউসুফ মুন্সির মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.