ববির আবেগঘন পোস্ট

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বোনের মেয়ের জন্মদিনে ভিন্নরূপে ধরা দিলেন তিনি।বোনের মেয়েদের সন্তানের মতো করেই দেখেন ঢালিউডের এই গ্লামারাস নায়িকা। সুযোগ পেলেই ছুটে যান অস্ট্রেলিয়ায় তাদের সঙ্গে দেখা করতে।

এদিকে মঙ্গলবার (২৬ আগস্ট) তার বোনের মেয়ে আয়েশার জন্মদিন। মাত্র চার বছর বয়সেই ছোট্ট আয়েশা হয়ে উঠেছে পরিবারের আনন্দ আর ভালোবাসার প্রতীক। আর এই বিশেষ দিনে ভাগনির উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা শেয়ার করেছেন ববি।

তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা, আমার আত্মা, আমার পরী আয়েশা। তোমাকে আমি সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি, বাচ্চা। সবসময় তোমার জন্য দোয়া করি।’

আরও যোগ করে ববি লিখেছেন, ‘যা-ই ঘটুক না কেন, আমার মৃত্যুদিন পর্যন্ত তুমি-ই থাকবে আমার প্রথম অগ্রাধিকার, আমার রাজকন্যা। তুমি এখন মাত্র ৪ বছরের, কিন্তু তোমার মিষ্টি হাসি আর ইতিবাচক শক্তি দেখে আমি ভীষণ গর্বিত ও ধন্য মনে করি, আলহামদুলিল্লাহ।’

ববির শেয়ার করা সেই আবেগঘন পোস্টে ইতোমধ্যেই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছার বন্যা বয়ে গেছে। সবাই ছোট্ট আয়েশার সুস্থ, সুন্দর ও আলোকিত জীবনের কামনা করছেন।

You might also like

Comments are closed.