বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া,আশ্রয় কেন্দ্রে কয়েক হাজার মানুষ

ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়ার রাজাধানী জাকার্তা। বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দেশটির দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার (৩ মার্চ) থেকে বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) রাত পর্যন্ত ৩ মিটারের সমপরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখনো থেমে থেমে চলছে বর্ষণ। বৃষ্টিপাতের কারণে জাকার্তার বেশ কয়েকটি সড়ক এবং এক হাজারেরও বেশি ঘর-বাড়ি ডুবে গেছে বলে জানিয়েছে দুর্যোগ মোকাবিলা দপ্তর।

অনেক এলাকায় শুরু হয়েছে বিদ্যুৎ সংকট। ঘর-বাড়ির পাশাপাশি অনেক এলাকায় ডুবে গেছে হাসপাতালসহ অন্য জরুরি পরিষেবাকেন্দ্রও।

উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। বন্যার পানিতে প্লাবিত বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে রাবারের তৈরি নৌকা ব্যবহার করছেন দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা।

জাকার্তার গভর্নর প্রামোনো আনুং সেখানে দ্বিতীয় সর্বোচ্চ বিপদ সংকেত জারি করেছেন। বিভিন্ন এলাকায় জমে থাকা পানি পাম্প মেশিনের মাধ্যমে অপসারণের নির্দেশ দিয়েছেন গভর্নর।

You might also like

Leave A Reply

Your email address will not be published.