বন্যাদুর্গত এলাকার জন্য খাদ্য বরাদ্দ বাড়ানো হবে: খাদ্য উপদেষ্টা

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, খাদ্য ঘাটতি পূরণের জন্য বন্যাদুর্গত এলাকায় খাদ্য বরাদ্দ বাড়ানো হবে।

তিনি বলেন, ‘২০২৪ সালের বন্যায় যেসব এলাকা আক্রান্ত হয়েছে সেইসব এলাকায় খাদ্য ঘাটতি পূরণে ওএমএসের বরাদ্দ বাড়ানো হবে।’

বৃহস্পতিবার কুমিল্লা সার্কিট হাউজে জেলা প্রশাসক ও খাদ্য সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

এ সময় উপদেষ্টা বলেন, কুমিল্লা নগরীর ধর্মপুরে খাদ্য গুদামের আশপাশে জলাবদ্ধতা, কালিয়াজুড়িতে রেকর্ড রুমের জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে। খাদ্য গুদাম ও রেকর্ডরুমের দালানগুলো ঠিক রাখতে কাজ করছে সরকার। সংশ্লিষ্ট দফতরগুলোকে এ বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। সমস্যাগুলো চিহ্নিত করে তারা এ বিষয়ে দ্রুত সময়ে কাজ করবেন।

এসময় জেলা প্রশাসক আমিরুল কায়সারসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You might also like

Comments are closed.