বনানীতে আনন্দ টিভির ভবনে আগুন

রাজধানীর বনানীতে একটি ছয় তলা ভবনের তিন তলায় আগুন লেগেছে। ভবনটিতে বেসরকারি আনন্দ টিভির অফিস রয়েছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

আজ শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে চেয়ারম্যানবাড়ি এলাকার ওই ভবনে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে একে একে  ১০ ইউনিট পাঠিয়েছে সেটা নিয়ন্ত্রণের কাজ চলছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জিয়াউর রহমান জানান, চেয়ারম্যান বাড়ি আনন্দ টিভির ভবনের  তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা প্রাথমিকভাবে জানতে পারছি সেখানে বিভিন্ন ক্রেস্ট তৈরি করত। বিস্তারিত আরে পরে জানানো যাবে।

তিনি বলেন, সকালে ছয় তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। ভবনটির দ্বিতীয় তলায় আনন্দ টিভির অফিস রয়েছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তাৎক্ষণিকভাবে আগুনে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ তিনি জানাতে পারেননি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.