বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও দুই বোনের মৃত্যু

কুমিল্লার হোমনায় বজ্রপাতে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দুই বোন মারা গেছেন। রোববার বিকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

 

মৃতরা হলেন- উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের নালা দক্ষিণ এলাকার মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩০), জাকিয়া আক্তার (২৫), উপজেলার খোদা দাউদপুর এলাকার মো. রাশেদ (২২)। মো. রাশেদ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

 

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার প্রণয় কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ এবং স্থানীয়রা জানান, রোববার বিকাল সাড়ে ৩টার দিকে বেশ কিছু লোক উজানচর-ঘাগুটিয়া খেয়াঘাটে নদী পারাপারের জন্য অপেক্ষা করছিল। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বিদ্যুৎ চমকাতে থাকে। এতে বজ্রপাতে দুই নারী এবং ওই শিক্ষার্থী গুরুতর আহত হন। এ সময় ঘটনাস্থলে দুই নারীর মৃত্যু হলেও গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

 

হোমনার ওসি রফিকুল ইসলাম বলেন, বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

You might also like

Comments are closed.