‘বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইতিহাসের মহাফলকে চলিষ্ণু অঙ্গুলি ইতিহাস যার নাম লিখে যায়, তার নাম মুছে ফেলার সাধ্য কারো নেই। বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার সাধ্যও কারো নেই।

‘যতদিন চন্দ্র-সূর্য উদয় হবে, পাখির কলকাকলি থাকবে, নদীর কলতান থাকবে, সমুদ্রের গর্জন থাকবে। ততদিন এই শস্য শ্যামল বাংলাদেশে বঙ্গবন্ধু অমর হয়ে থাকবেন।’

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার কোনো ষড়যন্ত্র সফল হবে না। তিনি বলেন, বাংলার হাজার বছরের মহাবীর, মহাজন্মদিনে তোমাকে অভিবাদন, তোমাকে স্যালুট।

You might also like

Leave A Reply

Your email address will not be published.