বগুড়ায় বজ্রপাতে স্কুলছাত্র নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে নিশাদ বৈরাগী (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বুধবার বেলা ১টার দিকে উপজেলার নয়পাড়া চরে এ ঘটনা ঘটে।

নিহত নিশাদ বৈরাগী কাজলা ইউনিয়নের দক্ষিণ বেনীপুর এলাকার মৃণাল কুমার বৈরাগীর ছেলে। সে হাটশেরপুরের খোর্দ্দবলাইল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম জানান, বুধবার দুপুরে নিশাদ যমুনা নদীর নয়াপাড়ার চরে গরুর জন্য ঘাস কাটতে যায়। এ সময় আকস্মিক বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

-বগুড়া প্রতিনিধি

You might also like

Comments are closed.