বইমেলা পরিদর্শন করলেন জামায়াতের আমির
একুশে বইমেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এবারই প্রথম জামায়াতের কোনো শীর্ষ নেতা দলীয়ভাবে কর্মসূচি নিয়ে বাংলা একাডেমি আয়োজিত বইমেলা পরিদর্শন করলেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বইমেলা পরিদর্শনে যান ডা. শফিকুর রহমান। এ সমায় দর্শনার্থীদের মধ্যে কৌতুহল ও আগ্রহ সৃষ্টি হয়।
মেলায় জামায়াতের আমির সাংবাদিকদের বলেন, বইমেলার প্রতিটি স্টলেই দেখেছি বইপ্রেমীদের উপচেপড় ভিড়। এই বইমেলার মাধ্যমে দেশ তার অতীত স্মরণ করে। যে জাতি তার অতীত স্মরণে রাখে, ধারণ করে, সম্মান করে, সে জাতি এগিয়ে যায়। আমরা আশা করি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে অতিবাহিত হবে।
ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ জামায়াতের নেতারা।