ফ্রান্সকে রুখে দিল আইসল্যান্ড, জয় উল্লাসে বেলজিয়াম-জার্মানি

বিশ্বকাপ বাছাইপর্বের নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে বেলজিয়াম ও জার্মানি। তবে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত আইসল্যান্ডের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছে ফ্রান্স।
বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপ অঞ্চলের ‘জে’ গ্রুপের ম্যাচে বেলজিয়ামকে আতিথ্য দিয়েছিল ওয়েলস। ম্যাচের শুরুতেই স্বাগতিকরা এগিয়ে গেলেও শেষ পর্যন্ত সহজ জয় পায় বেলজিয়াম।
ষষ্ঠ মিনিটে ওয়েলসকে এগিয়ে দেন রডন। তবে ১৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বেলজিয়ামকে সমতায় ফেরান কেভিন ডে ব্রুইনে। ২৪তম মিনিটে লিডও পেয়ে যায় সফরকারীরা। মুনির বেলজিয়ামের হয়ে দ্বিতীয় গোলটি করেন।
৭৬ মিনিটে আবারও পেনাল্টি থেকে গোল করে বেলজিয়ামের জয় অনেকটা নিশ্চিত করে ফেলেন ডি ব্রুইনে। তবে ম্যাচ শেষের এক মিনিট আগে এক গোল শোধ দেয় ওয়েলস। তবে ৯০তম মিনিটে ট্রসার্ড গোল করলে বেলজিয়ামের সহজ জয় নিশ্চিত হয়।
উত্তর আয়ারল্যান্ড ০-১ জার্মানি
‘এ’ গ্রুপের ম্যাচে উত্তর আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ম্যাচের একমাত্র গোলটি করেন নিক ওল্টেমাডে। গত সেপ্টেম্বরে ঘরের মাঠে উত্তর আয়ারল‍্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছিল জার্মানি।
জার্মানির হয়ে একমাত্র গোলটি করেন নিক ওল্টেমাডে।
৪ ম‍্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জার্মানি। গোল পার্থক‍্যে পিছিয়ে থাকায় দুই নম্বরে আছে স্লোভাকিয়া।
আইসল্যান্ড ২-২ ফ্রান্স
এদিকে ‘ডি’ গ্রুপের ম্যাচে ফ্রান্সকে রুখে দিয়েছে আইসল্যান্ড। প্রথমার্ধে প্যালসনের গোলে লিড নিয়ে বিরতিতে যায় আইসল্যান্ড। তবে বিরতি থেকে ফিরে দ্রুত দুই গোল দিয়ে এগিয়ে যায় ফ্রান্স। ম্যাচের ৬৩তম মিনিটে এনকুনকু ফ্রান্সকে সমতায় ফেরান।
তার পাঁচ মিনিট পর অর্থাৎ ম্যাচের ৬৮তম মিনিটে মাতেতা জালের দেখা পেলে লিড পায় ফ্রান্স। জাতীয় দলের হয়ে এটি মাতেতার প্রথম গোল। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ফ্রান্স।
৭০তম মিনিটে হেইনসন গোল করে আইসল্যান্ডকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। এই ড্রয়ের ফলে এখনই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো না ফ্রান্সের। অপরদিকে, এখনও সরাসরি বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখল আইসল্যান্ড।
You might also like

Comments are closed.