ফেসবুকে হঠাৎ বিভ্রাট
সাময়িক সময়ের জন্য বিভ্রাট দেখা দিয়েছিল জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে ফেসবুক বিভ্রাটের কথা জানিয়েছে ব্যবহারকারীরা।
এদিন ডেস্কটপ কম্পিউটারে ফেসবুক ব্যবহার করতে গিয়ে বাধার সম্মুখীন হন ব্যবহারকারীরা। প্ল্যাটফর্মটিতে ঢোকার চেষ্টা করলে উইন্ডোতে ‘সরি, সামথিং ওয়েন্ট রং’ লেখা দেখাচ্ছিল।
তবে ফেসবুকের মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের থেকে তেমন কোনো সমস্যার কথা শোনা যায়নি। বিভ্রাট শুরুর প্রায় ৩০ মিনিট পর সামাজিক যোগাযোগমাধ্যমটি স্বাভাবিক হয়ে যায়।
রিয়েল-টাইম আউটেজ মনিটরিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের মতে, ২৭ ফেব্রুয়ারি, সকাল ৮টা থেকে ফেসবুক ডাউন হওয়ার রিপোর্ট করতে শুরু করে ব্যবহারকারীরা। সকাল সাড়ে ৮টার দিকে প্রায় ১৮ হাজার ৪০৩টি রিপোর্ট জমা হয়।
সংস্থাটির তথ্য মতে, সকাল ৮টা ২৮ মিনিটের মধ্যে শুধু বাংলাদেশেই ফেসবুক ব্যবহারজনিত সমস্যার জন্য প্রায় ১২১টি রিপোর্ট জমা হয়। একই সময়, যুক্তরাষ্ট্রে সমস্যার কথা জানিয়েছেন ১৬ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী। ভারতেও দেড় শতাধিক মানুষ ফেসবুকের সমস্যার কথা জানিয়েছেন।
তবে কী কারণে এ বিভ্রাট দেখা গিয়েছিল তা জানা যায়নি। মেটার পক্ষ থেকেও এই বিভ্রাটের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।